Top
সর্বশেষ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকা কলেজে র‍্যালি

০৯ ডিসেম্বর, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকা কলেজে র‍্যালি
ঢাকা কলেজ প্রতিনিধি :

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ‘দুর্নীতিবিরোধী র‍্যালি’ করেছে ঢাকা কলেজ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কলেজের শহীদ মিনার চত্বর শুরু হয়ে মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরী, নীলক্ষেত মোড় ঘুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। দুর্নীতি ও দুর্নীতিবাজদের না বলতে হবে। একইসাথে বর্তমান শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কান্ডারি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগীর ভূমিকা পালন করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে শপথ নিতে হবে আমরা দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয়ও দেবোনা। একইসাথে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা চাই একটি উন্নত চিন্তাশীল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে উঠুক যারা দেশকে ও দেশের মানুষকে প্রাধান্য দিবে।

র‍্যালি ও সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির ঢাকা কলেজের শিক্ষকরা।

শেয়ার