Top
সর্বশেষ

স্বাস্থ্যবীমার আওতায় আসতে চান কুবি শিক্ষার্থীরা

১২ ডিসেম্বর, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
স্বাস্থ্যবীমার আওতায় আসতে চান কুবি শিক্ষার্থীরা
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৫ বছর পার করলেও এখনো বিশ্ববিদ্যালয়টিতে চালু হয়নি স্বাস্থ্যবীমা। বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবীমার দাবি করলেও এবং সম্প্রতি কিছু শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেও বিষয়টি আমলে নেয়নি প্রশাসন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের, যেখানে তাদের আবাসন খরচ মেটানোই কষ্টকর, সেখানে স্বাস্থ্যসেবা অনিশ্চিত। যার ফলে কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে চিন্তায় পড়তে হয় অভিভাবকদের।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ নাজিরুল হাসান বায়জিদ বলেন, আমরা অনেক সময় জটিল রোগে আক্রান্ত হই যার চিকিৎসা ব্যয়-বহন করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব হয় না। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য-বীমার মাধ্যমে আর্থিক দিক দিয়ে চিকিৎসা ব্যয় মেটানোর ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১৫ তম বছর অতিক্রম করলেও আমাদের স্বাস্থ্য-বীমার ব্যবস্থা করা হয় নি। আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদের নিয়মিত শিক্ষার্থীদের যেন স্বাস্থ্য-বীমার আওতায় নিয়ে আসা হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, এই ব্যাপারে আমি কিছু জানি না। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনই ভালো বলতে পারবে।

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে চিঠি পেয়েছি। অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বীমা আছে সে অনুযায়ী আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করবো।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে।

শেয়ার