মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আজ ভয়ঙ্কর অরাজকতার মধ্যে বাস করছে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টিক্কা খান যে পরিস্থিতি, যে নৈরাজ্য সৃষ্টি করেছিল- বর্তমানেও তাই চলছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে জাসাস।
রুহুল কবির রিজভী বলেন, বিচারবহির্ভূত গুম, খুন, হত্যা, ভয় আর না হলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দিী করে রাখে। এরকম একটা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আমরা বাস করছি। ১৯৭১ সাল আর শেখ হাসিনা আমলের মধ্যে কনো পার্থক্য নেই। এর থেকে বাঁচতে হলে আমাদের মৃত্যুঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, জাসাস প্রতিবারই ১৬ ডিসেম্বরে বাইরে প্রোগ্রাম করে। কিন্তু এই কর্তৃত্ববাদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সেই সুযোগটি দেয় নাই। তাই বাধ্য হয়ে এখানে তারা অনুষ্ঠানটি করেছে।