মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হলের পাঠাগার কক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলম। এর আগে হলের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা হলের প্রভোস্ট শাহীন কাদীর ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. দিদার-উল-আলম। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদূর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মো. সেলিম হোসেন, ইন্সটিটিউট অব ইনফরমেশন সায়েন্সের পরিচালক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড.আনিসুজ্জামানসহ হলের সহকারী প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।