Top
সর্বশেষ

২২ বছরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

১৮ ডিসেম্বর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
২২ বছরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি
ঢাকা কলেজ প্রতিনিধি :

২২ বছরে পদার্পন করলো ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেছেন সংগঠনটির সদস্যরা।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি সকাল ১১টায় কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে ঘুরে এসে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে কলেজের শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ ও ঢাকসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের উপস্থিতিতে কেক কাটেন সংগঠনের সদস্যরা।

প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত হতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। জনমত গঠনে এবং মান সম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সমিতিকে বেশি বেশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। সাংবাদিকদের দেশ গড়ার কান্ডারি হিসেবে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথম ১৮৬৩ সালে আইন বিষয়ে পড়ানো শুরু হয় এই ঢাকা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট হয়ে যাওয়ায় আবার বন্ধ হয়ে যায়। এজন্য আমরা গত ১৫ ডিসেম্বর ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় নতুন করে এ বিভাগ গুলো খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিব।

এ সময় ঢাকসাসের বর্তমান সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা মল্লিক, সাবেক সভাপতি মাহমুদুল হাসান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার ও কলেজের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।

ঢাকসাস দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ঢাকা কলেজের প্রতিবেদকদের সংগঠন। ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে।

শেয়ার