Top

দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে: আইএমএফ

১৯ ডিসেম্বর, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে: আইএমএফ

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রোববার সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইএমএফের আর্টিকেল-ফোর মিশনের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে এবং চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে।’

গত অক্টোবরে আইএমএফের এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।

তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি জানান।

আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাহুল আনন্দ বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি হতে পারে। কারণ অন্যতম কারণ হলো, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।

এই অর্থ অর্থবছরে মূল্যস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা হলো ৫.৩ শতাংশ।

আইএমএফের আর্টিকেল-ফোর মিশন গত ৫ ডিসেম্বর বাংলাদেশে আসে। আজ রোববার তাদের বাংলাদেশে অবস্থানের শেষ দিন।

শেয়ার