Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

২৩ ডিসেম্বর, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৭৬ বারে ৭২ লাখ ৯১ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯৫ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ৪০ লাখ ৭২ হাজার ৯৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৪ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮৮ বারে ৩৭ লাখ ৯৩ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুন্সের ৯ দশমিক ৭৭ শতাংশ, বেক্সিমকো ৯ দশমিক ৩৫ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৮ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬ দশমিক ৫৫ শতাংশ, লাফার্জ হোলসিমের ৬ দশমিক ১০ শতাংশ, জেএমআই সিরিঞ্জেসের ৫ দশমিক ৪৭ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার