Top
সর্বশেষ

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে মোহামেডানের লজ্জার হার

২৫ ডিসেম্বর, ২০২০ ১১:৩১ পূর্বাহ্ণ
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে মোহামেডানের লজ্জার হার
স্পোর্টস ডেস্ক :

মর্যাদার লড়াইয়ে মর্যাদা থাকেনি মোহামেডানের। মৌসুমের প্রথম সাক্ষাতে তারা উড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের ম্যাচে আবাহনী জিতেছে ৩-০ গোলে।

গত মৌসুমের পরিত্যক্ত প্রিমিয়ার লিগে আবাহনীর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মোহামেডান। সাদা-কালো সমর্থকদের আশা ছিল এবার সেই হারের প্রতিশোধ নেবে তাদের প্রিয় দল। কিন্তু বাস্তবতা তাদের সেই আশা পূরণ করতে দেয়নি। কাগজ-কলমে আবাহনী যে তাদের চেয়ে বেশ শক্তিশালী, মাঠেও সে ব্যবধান দেখাল ১১ বারের চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন জুয়েল রানা, অন্য গোলটি আফগানিস্তানের মাসিহ সাইঘানির।

আবাহনী: সুলতান আহমেদ শাকিল, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, মাসিহ সাইঘানি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, ফ্রান্সিকো রদ্রিগেজ ডি সুজা, নাবিব নেওয়াজ জীবন, জুয়েল রানা, সাদউদ্দিন ও বেলফোর্ট।

মোহামেডান: মোহাম্মদ হোসেন সুজন, কামরুল ইসলাম, মৌনজির, হাবিবুর রহমান সোহাগ, শ্যামল ব্যাপারী (আবিওয়ালা নুরাত), সোলায়মান দিয়াবাতে (সোহানুর রহমান), শাহেদ মিয়া, ছাইদ রাকিব ইভান (মাসুদ রানা), উরু নাগাতা, আমির হাকিম বাপ্পী ও জাফর ইকবাল।

 

শেয়ার