বিশ্বে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ছয় লাখ মানুষ। এতে করে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৮ কোটি মানুষ। প্রাণহানির তালিকা যুক্ত হয়েছেন আরও প্রায় ১২ হাজার ভুক্তভোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ১৮৯ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১১ হাজার ৭১৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৪৮ হাজার ৪৫১ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৬১ লাখ ১৫ হাজার ভুক্তভোগী প্রায়। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৮২৫ জন রোগী।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ১১ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৬৬ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১ লাখ ৪৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৭ হাজার ১২৮ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৪ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৩২ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৯ লাখ ৬৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ৯৬ জন।
পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬২ হাজার ২৬৮ জনের।
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬ হাজার ১০২ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৭৮ জনের।
বাণিজ্য প্রতিদিন/এমআর