Top
সর্বশেষ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দুই বছর মেয়াদ বাড়ল স্বাস্থ্যের ডিজির

২৫ ডিসেম্বর, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ
দুই বছর মেয়াদ বাড়ল স্বাস্থ্যের ডিজির

স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে থেকে পরবর্তী দুই বছর অধিদফতরের মহাপরিচালক পদে থাকবেন তিনি।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর এই পদে নিয়োগ পান খুরশীদ আলম। গত ২৬ জুলাই এই পদে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের এই অধ্যাপক।

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তাকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার