Top
সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাচ্ছে বাংলাদেশ ন্যাপ

০৪ জানুয়ারি, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাচ্ছে বাংলাদেশ ন্যাপ

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপের অংশ হিসেবে এবার ডাক পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সংলাপে অংশ নিতে বঙ্গভবনে থেকে চিঠি দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার