Top
সর্বশেষ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ যাচ্ছে বিএনপি

০৪ জানুয়ারি, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ যাচ্ছে বিএনপি

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সভায় নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়। প্রথম দিনই সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি।

শেয়ার