Top
সর্বশেষ

সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

২৫ ডিসেম্বর, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ
সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৮০ কোটি ২০ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ কোটি ৪ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩৩ দশমিক ২১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮২ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৫৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের দর বেড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেএমআই সিরিঞ্জের ২০ দশমিক ১২ শতাংশ, ইফাদ অটোসের ১৯ দশমিক ৭২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৬ দশমিক ৮৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৬৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৬৩ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১৬ দশমিক ০৮ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ১৫ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার