Top
সর্বশেষ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অভিনেতা আব্দুল কাদের আর নেই

২৬ ডিসেম্বর, ২০২০ ১১:৫৫ পূর্বাহ্ণ
অভিনেতা আব্দুল কাদের আর নেই
বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই (ইন্না…রাজিউন)। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সংকটাপন্ন অবস্থায় ভারত থেকে দেশে ফিরেন ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদের। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল কাদেরের মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা বলেন, যতবার উনার সাথে দেখা হয়েছে, উনি হেসে হাত মিলিয়েছেন। পর্দায় অভিনয়ের মাধ্যমে উনি লক্ষ-কোটি মানুষকে মুগ্ধ করেছেন, হাসিয়েছেন; আসলে উনি নিজে হাসতে পারতেন বলেই এটা সম্ভব হয়েছে।

মাসুম রেজা আরও বলেন, টেলিভিশনে তিনি জনপ্রিয় কিন্তু মঞ্চে ছিলেন আরও শক্তিমান। চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিলো তার। আবদুল্লাহ আল মামুনের লেখা ‘সেনাপতি’ নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন এই অভিনেতা। আব্দুল কাদেরের মৃত্যুতে আমরা একজন শক্তিমান অভিনেতা ও একজন উচ্ছল মানুষকে হারালাম। তার আত্মার শান্তি কামনা করছি।

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা চলছিল আব্দুল কাদেরের। সেখানে তার কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। কিন্তু রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমতে থাকায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানান চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদে লেখা ‘কোথা কেউ নেই’ ধারাবাহিকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিত ও জনপ্রিয়তা দুইই পেয়ে যান আব্দুল কাদের। ‘নক্ষত্রের পতন’ নাটকের দুইভাই চরিত্র নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন চিত্র ও সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

আব্দুল কাদের থিয়েটারেও ছিলেন সমান জনপ্রিয়। নাটকের দল থিয়েটারের সদস্য হিসেবে দলটির ৩০টি প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। ‘সেনাপতি’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনো ক্রীতদাস’, ‘মেরাজ ফকিরের মা’, ‘স্পর্ধা’ ও ‘দুইবোন’ নাটকে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন এই অভিনেতা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার