Top
সর্বশেষ
জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

২৬ ডিসেম্বর, ২০২০ ১:০৮ অপরাহ্ণ
দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে সকালে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবার যেন সংঘর্ষ না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার