Top
সর্বশেষ

ঢাবিতে আসন কমানোর সুপারিশ গণবিরোধী : ছাত্র ফ্রন্ট

০৬ জানুয়ারি, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
ঢাবিতে আসন কমানোর সুপারিশ গণবিরোধী : ছাত্র ফ্রন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কিছু বিভাগে আসন সংখ্যা কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ সুপারিশ পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হবে। এ সুপারিশ অনুমোদন হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রায় এক হাজার আসন কমবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সিদ্ধান্তকে গণবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা শিক্ষা সংকোচনের উদ্দেশ্যে গৃহীত এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসি প্রণীত শিক্ষার্থীবিরোধী ‘উচ্চশিক্ষার কৌশলপত্র : ২০০৬—২০২৬’ এর শিক্ষা সংকোচন নীতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় এরূপ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন শ্রেণি কক্ষের আকার, সংখ্যা তথা অবকাঠামোগত দুর্বলতার অজুহাত দেখিয়ে আসন কমানোর কথা বলছে। অথচ একই প্রশাসন এই অবকাঠামো খাতে ৯ হাজার কোটি টাকার মেগা প্রকল্প নিয়েছে। ১৫ বছর মেয়াদি এই প্রকল্পে হল, লাইব্রেরি, ক্লাসরুমসহ অসংখ্য অবকাঠামো নির্মাণের কথা বলা আছে। তারপরও তারা অবকাঠামোর ঘাটতির অজুহাত দেখাচ্ছে।

তারা আরও বলেন, অবকাঠামো নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য যথাযথ পরিবেশ তৈরি করার দায়িত্ব প্রশাসনের। তারা সেই দায়িত্ব এড়িয়ে সহজ পদ্ধতি বেছে নিতে চাচ্ছে। আসন সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদেরই বঞ্চিত করছে, যেন অবকাঠামো নিশ্চিত করার দায় খোদ শিক্ষার্থীদেরই। অপরপক্ষে সান্ধ্য কোর্স চালু রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে রেগুলার ব্যাচের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে অবকাঠামো বিদ্যমান ও বিস্তৃত করার সুযোগ থাকার পরও তারা আসন সংখ্যা কমাচ্ছে।

শিক্ষিত বেকার কমানোর নামে তারা ‘শিক্ষিত’ই কমিয়ে দিচ্ছে উল্লেখ করে তারা বলেন, প্রশাসন উচ্চশিক্ষাকে ‘প্রয়োজন’ ও ‘দক্ষতাভিত্তিক’ করে শিক্ষিত বেকার কমানোর জন্য আসনসংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে। অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, প্রশাসন বোঝাতে চাচ্ছে সরাসরি ম্যানেজারিয়াল ও অন্যান্য গতানুগতিক চাকরিতে প্রবেশ করার জন্য যেসব বিভাগের (যেমন: মার্কেটিং, সিএসই) ডিগ্রি প্রয়োজন সেগুলো বাদে অন্যান্য বিভাগগুলোর (যেমন: নৃবিজ্ঞান) আসন সংখ্যাই হ্রাস করবে। ফলে প্রয়োগভিত্তিক বিভাগের আধিপত্য বাড়িয়ে তারা খণ্ডিত মনন তৈরির চেষ্টা করছে। অর্থাৎ বলা যায় শিক্ষিত বেকার কমানোর নামে তারা ‘শিক্ষিত’ই কমিয়ে দিচ্ছে।

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ায়, তাহলে ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলে সার্বজনীন শিক্ষার অধিকার ছিনিয়ে আনবে। সকল স্তরের শিক্ষার্থীদের এরূপ গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

শেয়ার