Top
সর্বশেষ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিয়ে করলেন গওহর-জেইদ

২৬ ডিসেম্বর, ২০২০ ২:১৬ অপরাহ্ণ
বিয়ে করলেন গওহর-জেইদ
বিনোদন ডেস্ক :

মুদির দোকানে ঘরের জিনিসপত্র কিনতে গিয়ে শুরু হয় গওহর-জেইদের প্রেমের গল্প। আর বছর শেষের আগেই পূর্ণতা পেলো এই রূপকথার গল্প।

২৫ ডিসেম্বর বড়দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিয়ের দিন রাজকীয় বেশে পাওয়া গেলো মিঁয়া-বিবিকে। এদিন আইভরি সাদা পোশাকে পাওয়া গেলো গওহর ও জেইদকে। সারারা ডিজাইন করা স্যুটে সাজলেন গওহর, সঙ্গে ছিলো কুন্দনের ভারি গয়না।

অন্যদিকে শেরওয়ানিতে সেজে ‘দুলহানিয়া’ গওহরকে আজীবনের জন্য আপন করে নিলেন জেইদ দরবার।

গত ২১ ডিসেম্বর গায়ে হলুদের মধ্য দিয়ে শুরু হয়েছিলো গওহর-জেইদের বিয়ের অনুষ্ঠান। এরপর জমকালো মেহেন্দি, সংগীতের পর নিকাহর পর্ব সেরে নিলেন দুজনে।

করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে তারা বললেন ‘কবুল হ্যায়’।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার