Top
সর্বশেষ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাস্তা খোঁড়াখুঁড়ি: ওয়াসার বিরুদ্ধে ডিএনসিসির জিডি

২৬ ডিসেম্বর, ২০২০ ৮:১১ অপরাহ্ণ
রাস্তা খোঁড়াখুঁড়ি: ওয়াসার বিরুদ্ধে ডিএনসিসির জিডি

অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ার কারণে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের (ওয়াসা) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার ডিএনসিসির অঞ্চল-১-এর (উত্তরা এলাকা) প্রকৌশল বিভাগের কার্য সহকারী সোলায়মান কবীর জিডিটি করেন।

জিডিতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

জানা গেছে, ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই খোঁড়াখুঁড়ির কাজ করেছে।

এ বিষয়ে এ প্রকল্পের পরিচালক আখতারুজ্জান বলেন, বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হচ্ছে, বিষয়টি সমাধান হয়ে যাবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার