অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ার কারণে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের (ওয়াসা) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার ডিএনসিসির অঞ্চল-১-এর (উত্তরা এলাকা) প্রকৌশল বিভাগের কার্য সহকারী সোলায়মান কবীর জিডিটি করেন।
জিডিতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
জানা গেছে, ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই খোঁড়াখুঁড়ির কাজ করেছে।
এ বিষয়ে এ প্রকল্পের পরিচালক আখতারুজ্জান বলেন, বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হচ্ছে, বিষয়টি সমাধান হয়ে যাবে।
বাণিজ্য প্রতিদিন/এমআর