Top
সর্বশেষ

পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে: এমপি দীপংকর

১০ জানুয়ারি, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে: এমপি দীপংকর
রাঙামাটি প্রতিনিধি :

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। যা পার্বত্য এলাকার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। সোমবার (১০ জানুয়ারী) সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন-আওয়ামীলীগ জনবান্ধব সরকার। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা বিশ্বের রোল মডেল। বাংলাদেশ বিশ্বের বুকে নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলে এমপি জানান।

এমপি আরও বলেন- জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা বাঙালী জাতি চিন্তা করতে পারতো না। আমরা এখনো পিতার সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এমপি এসময় জাতির পিতা ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রুহুল আমিন, সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ দলটির নেতৃবৃন্দ।

আলোচনাসভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।

শেয়ার