Top
সর্বশেষ

সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

২৭ ডিসেম্বর, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ
সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩ টির, দর কমেছে ৫৬  টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৯৯ কোটি ১০ লাখ ৭ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২১২পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, দর কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার টাকা।

শেয়ার