Top
সর্বশেষ

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে অপহরণের পর হত্যা

১৪ জানুয়ারি, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে অপহরণের পর হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ঢাকার সাভারে তিনি বসবাস করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে।

শেয়ার