Top

বহিষ্কার করলেও বিএনপিতেই থাকবেন তৈমূর

১৯ জানুয়ারি, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
বহিষ্কার করলেও বিএনপিতেই থাকবেন তৈমূর

সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি জাতীয়তাবাদে বিশ্বাসী। দল আমাকে বহিষ্কার করলেও আমি একজন সমর্থক ও কর্মী হিসেবে রাজনীতি করে যাব।’

বিএনপি থেকে বহিষ্কৃত হলেও দলটির সমর্থক হিসেবে রাজনীতি করে যাবেন বলে জানিয়েছেন তৈমূর আলম খন্দকার।

দল থেকে বহিষ্কৃত হওয়ার পরের দিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৈমূর বলেন, ‘আমি জাতীয়তাবাদে বিশ্বাসী। দল আমাকে বহিষ্কার করলেও আমি একজন সমর্থক ও কর্মী হিসেবে আমি রাজনীতি করে যাব।’

বহিষ্কৃত হলেও দলের প্রতি খেদ নেই বর্ষীয়ান রাজনীতিকের। জানালেন, দলের প্রতি তার আনুগত্যও অটুট আছে। তিনি বলেন, ‘দল আমার ব্যাপারে যে সিদান্ত নিয়েছে, আমি সে ব্যাপারে কোন প্রতিবাদ করবো না। কারণ আমি দলের প্রতি অনুগত।

‘এখন আমার দায়িত্ব হলো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনমত গড়ে তোলা এবং ডাকাতির বাক্স ইভিএম এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, এই ইভিএমের মাধ্যমে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করতে।’

তৈমূরের মতে, দেশের বর্তমান আমলাতন্ত্রের কাছ থেকে একটা সুষ্ঠু ভূমিকা আশা করা যায় না। ইভিএমের মাধ্যমে নির্বাচনে গেলে কোনো লাভ হবে না।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন কোনো দলে নাম লেখাবেন কি না, এমন প্রশ্ন রাখা হয় তৈমূরের কাছে।

তিনি বলেন, ‘আমি তো দল পরিবর্তন করব না। তবে আমি মানুষের জন্য কাজ করব। বিএনপি যেটা ভালো মনে করেছে সেটা করেছে। দল যেহেতু আমাকে আন্দোলন সংগ্রাম থেকে মুক্তি দিছে, তাই আমার হাতের সামনে যে দুইটা কাজ সে দুইটা করব। আর খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করব।

‘আমি বিএনপির সমৃদ্ধি কামনা করি। তারেক জিয়ার বাংলাদেশে আগমন কামনা করি; তার সুস্বাস্থ্য কামনা করি এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আপনি দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেন, ইতিহাসে আপনার নামটা লেখান।’

দলের বিরুদ্ধে গিয়ে কেন নির্বাচন করেছেন তারও ব্যাখ্যা করে তৈমূর আলম বলেন, ‘দল না চাইলেও নারায়ণগঞ্জের খেটে খাওয়া মানুষের চাপে আমি নির্বাচন করেছি। সিটি করপোরেশনের অব্যবস্থাপনা এবং খেটে খাওয়া মানুষের উচ্ছেদ না করে পুর্নবাসন সহ নানা কারণে আমি প্রার্থী হয়ে ছিলাম।

‘আমি আমার স্ত্রী ও মেয়েকে প্রস্তাবকারী হিসেবে মনোনয়ন জমা দেই। দলের অনেকে আমাকে নির্বাচনে থাকতে ফোন করেছে, এসএমএস করে উৎসাহ দিয়েছে। দল থেকে কোনো বাধা আসেনি।’

তৈমূর আরও বলেন, ‘দল থেকে আমাকে কখনও বলা হয় নাই, নির্বাচনে যাবা না। দলের পল্টন অফিস থেকে কোনো কোনো নেতা বলেছেন নেতা-কর্মীদের আমার পক্ষে না যেতে। আমার পক্ষে না গেলে কার পক্ষে যাবে বিএনপির লোকজন। সেক্ষেত্রে ভোটটা তো নৌকার পক্ষেই যায়।’

নির্বাচনে তৈমূরের পাশাপাশি তার প্রধান নির্বাচনি এজেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমার সঙ্গে যা হওয়ার হইছে, কিন্তু নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এ টি এম কামালের সঙ্গে যা হইছে তা ঠিক হয়নি। কারণ, এমন একটা ত্যাগী কামাল তৈরি হবে না।

‘আমার কোনো চিন্তা নাই। আমার এখন একটাই চিন্তা, নির্বাচনের সময় আমার যেসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানো। তারা ছাড়া পেলে আমার চিন্তা শেষ।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে যাওয়ার বেদনার মধ্যে মঙ্গলবার বিএনপি থেকে বহিষ্কার করা হয় তৈমূরকে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

রুহুল কবীর রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উনি নির্বাচনে দাঁড়িয়ে আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। নির্বাচন প্রশ্নে দল যেখানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা না মেনে তিনি নির্বাচনে গিয়েছেন। প্রাথমিকভাবে তাকে দুটি পদ অব্যাহতি দেয়ার পর এবার বিচার-বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তৈমূরের পাশাপাশি তার প্রধান নির্বাচনি এজেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার