Top
সর্বশেষ

সাংবাদিক হাবিবের ডিআরইউতে জানাজা অনুষ্ঠিত

১৯ জানুয়ারি, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
সাংবাদিক হাবিবের ডিআরইউতে জানাজা অনুষ্ঠিত

দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীবুর রহমানের জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে এই সাংবাদিককে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান, ঢাকা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব। এর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আরও শ্রদ্ধা জানায় ক্রাইম রিপোটার্স ইউনিটি (ক্র্যাব), রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক সমিতি, দিনাজপুর সাংবাদিক সমিতি।

এর আগে, বুধবার রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথা ও মুখে আঘাত পান হাবীবুর রহমান। এরপর পথচারীর সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ পাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবীবের দ্বিতীয় জানাজা আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টায় দৈনিক সময়ের আলো কার্যালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

হাবীব রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেন।

হাবিব রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। হাতিরঝিল এলাকার ৫/এ, জোহরা মঞ্জিলে তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বাস করতেন।

শেয়ার