Top
সর্বশেষ
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের সর্বোচ্চ তিন তারকা

২০ জানুয়ারি, ২০২২ ২:০৮ অপরাহ্ণ
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের সর্বোচ্চ তিন তারকা

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই মিলেছে বাংলাদেশের তিন তারকার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় বিষয় হলো বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই সবচেয়ে বেশি, সর্বোচ্চ তিনজন।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ঠাঁই মিলেছিল কেবল বাংলাদেশের একজনের। তিনি মোস্তাফিজুর রহমান। ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। তার সঙ্গে রয়েছেন সাকিব-মুশফিক।

২০২১ সালে ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের চেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই দলের তিন তারকা বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাবেন, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই।

তবে টি-টোয়েন্টি দলের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশেরও নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমের ঘাড়ে। তার সঙ্গে ঠাঁই মিলেছে পাকিস্তানের ফাখর জামানেরও।

বাংলাদেশের তিনজন, দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)।

শেয়ার