দেশের রপ্তানী বাণিজ্যে (চামড়াজাত দ্রব্য) বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার ৫ম বারের মতো এই সম্মান অর্জন করেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছ থেকে সিআইপি (রপ্তানী) কার্ড গ্রহন করেন তিনি।
জয়নাল আবেদীন মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুইটি প্রতিষ্ঠান- এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং বিবিজে লেদার গুডস লিমিটেড পাঁচবার রপ্তানীতে (চামড়াজাত দ্রব্য) জাতীয় রপ্তানী ট্রফি অর্জন করে।
দেশের চামড়া শিল্পের বিকাশ ও প্রসারে জন্য বিশেষ ভূমিকা রাখছেন তিনি। চামড়াখাত ও রপ্তানী বানিজ্যে ভূমিকা ছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে তাঁর বিশেষ অবদান। চাঁদপুরে তাঁর নিজ গ্রাম সিহিঁর চৌঁ-তে গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক ২০১৯ সালে তিনি জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মনোনীত হন।
প্রধানমন্ত্রীর চতুর্থ শিল্প বিপ্লবের পরিকল্পনা বাস্তবায়নের ধারবাহিকতায় জনাব জয়নাল আবেদিন মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহে মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, ব্যবস্থাপনার মধ্য পর্যায় অর্থাৎ যুগোপযোগী ম্যানেজমেন্ট নির্মানের জন্য তাঁর প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নকর্মশালার আয়োজন করেন। এসকল কর্মশালায় তিনি নিজে এবং দেশী-বিদেশী প্রশিক্ষক দ্বারা পরিচালনা করেন। এভাবে দেশের উৎপাদন ক্ষেত্রে দূর্বল ম্যানেজমেন্টকে দক্ষ ও যোগ্যতর করে শক্তিশালী শ্রমব্যবস্থা নির্মানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁর সকল সুদুর প্রসারী কর্মপরিকল্পনা দেশ ও দেশের শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জয়নাল আবেদীন মজুমদার দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটি অন হাইড এন্ড স্কিন, লেদার এন্ড লেদার গুডস এন্ড আর্টিফিসিয়াল লেদার কমিটির ২০২১-২০২৩ সালের জন্য কো-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন-এর ২০২২-২০২৩ সালের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।