Top

বাংলাদেশের ভিসা পেয়ে গেছি: সিডন্স

২২ জানুয়ারি, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশের ভিসা পেয়ে গেছি: সিডন্স

বাংলাদেশের ক্রিকেটভক্তদের কাছে অন্যরকম এক গ্রহণযোগ্যতা রয়েছে সাবেক হেড কোচ জেমি সিডন্সের। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের ব্যাটিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর হিসেবে ধরা হয় এ অস্ট্রেলিয়ান কোচকে।

তাই প্রায় দশ বছর পর সিডনসের বাংলাদেশে আসার খবর বাড়তি উৎসাহ-উদ্দীপনা সবার মাঝে। তবে এবার হেড কোচ নয়, ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশে আসছেন সিডনস। জাতীয় দল ছাড়াও পাইপলাইনে থাকা ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিনি।

সে লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসছেন সিডন্স। তার আশা, আগামী মাসের ১ তারিখ থেকেই কাজ শুরু করে দেওয়ার। এরই মধ্যে বাংলাদেশের ভিসা পেয়ে গেছেন তিনি। নিজের কোচিংয়ের পেজে দেওয়া এক ভিডিওবার্তায় ভিসা পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিডন্স।

প্রাতঃভ্রমণে রাউন্ডহিল ক্রিকে উঠে করা সেই ভিডিওতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করবো। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরবো অস্ট্রেলিয়ায়।’

সিডন্সের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, সত্যিই অমূল্য কিছুই পেয়ে গেছেন তিনি। যদিও বাংলাদেশকে থেকে যাওয়ার প্রায় এক দশকেরও বেশি সময় পর এখানে ফিরে আসাতে পারাটা তার জন্য বিশেষ কিছুই। উচ্ছ্বাসের প্রকাশটাও তাই তার কাছ থেকে পাওয়া গেলো তেমনই।

এর আগে ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত প্রায় চার বছর বাংলাদেশে কাজ করেছেন সিডন্স। বাংলাদেশ দল ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি পান এ অস্ট্রেলিয়ান কোচ।

সবমিলিয়ে সেবারের অভিজ্ঞতার আলোকে এবারও ভালো সময়ের আশা করছেন সিডন্স, ‘ভিসা পেয়ে গেছি, এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশে তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। যারা জাতীয় দলে খেলছে এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে আছে। জুনিয়র ক্রিকেটারদের নিজেদের খেলার মান বাড়াতে সাহায্য করতে ভালোবাসি আমি।’

‘আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো, পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করবো। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবো।’

শেয়ার