চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে খবর প্রকাশ করায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক চীনা সাংবাদিককে। ৩৭ বছর বয়সী ওই সাংবাদিকের নাম ঝ্যাং ঝান। মঙ্গলবার চীনের আদালত এই রায় দিয়েছেন। খবর এনডিটিভির।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
ঝ্যাং ঝান একজন সাবেক আইনজীবী। উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লাইভ সম্প্রচার করেন। গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝ্যাং ঝান লেখনী, ভিডিও ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলে চীনা কর্তৃপক্ষ অভিযোগ করে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে উহানের ভাইরাস পরিস্থিতি নিয়ে বাজেভাবে তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।
বাণিজ্য প্রতিদিন/এমআর