Top

তামিমের সাথে সামনাসামনি কথ‍া বলতে চান সুজন

২৩ জানুয়ারি, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
তামিমের সাথে সামনাসামনি কথ‍া বলতে চান সুজন

শনিবার রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকার মধ্যকার ম্যাচ শেষে শেরে বাংলা ছেড়ে বাড়ি ফেরার পথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ায় জানিয়ে গেছেন, তামিম ইকবাল তাকে বলেছেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ফিরতে চান না বা জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে আগ্রহী না।

বিসিবি সভাপতির কণ্ঠে তামিম ইকবালের আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে না ফেরার খবরে বিস্মিত খালেদ মাহমুদ সুজন। আজ রোববার দুপুরে মিডিয়ার সঙ্গে আলাপে বিসিবি পরিচালক, গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজন বলেন, ‘একটু তো অবাকই আমি।’

তিনি জানান, নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কী। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি নিউজিল্যান্ড থেকে ফিরি আগে। তারপর কথা বলবো। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

আজ রোববার বিপিএলের বিরতি। সে বিরতির দিনে ফরচুন বরিশালের প্র্যাকটিস ছিল দুপুরে। শেরে বাংলার একাডেমি মাঠে প্র্যাকটিসের আগে সুজন অনেক কথার ভিড়ে জানিয়ে দেন, তিনি তামিমের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান। কিন্তু এখন যেহেতু তারা সবাই জৈব সুরক্ষা বলয়ে আছেন। তাই সামনা সামনি কথা বলায় সমস্যা।

তবে সুজন অপেক্ষার প্রহার গুনছেন বিপিএলে তামিমের দল মিনিস্টার ঢাকার সঙ্গে ম্যাচর। সোমবার (২৪ জানুরিয়া) ঢাকা-বরিশাল ম্যাচ। খেলা শেষে যখন দু দলের খেলোয়াড়, কর্মকর্তা আর কোচিং স্টাফদের সৌজন্যতা বিনিময় পর্ব চলে, তখন কথা বলবেন তামিমের সঙ্গে।

তাই মুখে এমন কথা, ‘আমি ফোনে কথা বলতে চাই না। সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সঙ্গে খেলা আছে, খেলা শেষে পারলে কথা বলবো, আসলে ওর সমস্যাটা কোথায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’

তারপরও সুজন মনে করেন, খেলা না খেলা যার যার ব্যক্তিগত ব্যাপার, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমাদের টপ অর্ডার ব্যাটার কেউ রেডি আছে তা না। তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

শেয়ার