Top

চট্টগ্রামে হঠাৎ বৃষ্টিতে বাড়াচ্ছে শীত

২৪ জানুয়ারি, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রামে হঠাৎ বৃষ্টিতে বাড়াচ্ছে শীত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়াচ্ছে শীত। সকাল থেকে দেখা যাচ্ছে না সূর্যের মুখ। বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৪ জানুয়ারি) বিকালে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ জানান, দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আধঘণ্টায় চট্টগ্রামে শূন্য দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি আরো জানান, এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা লঘুচাপের কারণে সোমবার আকাশ মেঘাচ্ছন্ন ও হালকা বৃষ্টি হলেও, আগামীকাল (মঙ্গলবার) বিকালের মধ্যে আকাশ আর মেঘলা থাকবে না।

বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। এদিকে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও অফিস-আদালতগামী মানুষ নাকাল হয়েছে বৃষ্টির কারণে।

শেয়ার