Top
সর্বশেষ

বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই এবারের বাজেট: আমির খসরু

২০ জুন, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই এবারের বাজেট: আমির খসরু

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে, সেখানে মানুষের মনোজগৎকে বিবেচনায় আনা হয়নি। বরং বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই এ বাজেট দেওয়া হয়েছে।’ শনিবার (২০ জুন) ‘সিপিডি বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘করোনা সারাবিশ্বকেই গ্রাস করেছে। পরিস্থিতি মোকাবিলায় সব দেশই নিজেদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে। এ কারণে বাংলাদেশকেও ভিন্নভাবে চিন্তা করতে হবে।’

দেশে অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে দুরাবস্থা চলছে। এখানে দলীয়করণ হচ্ছে। আর্থিক সুশানের অভাব। এ পরিস্থিতিতে করোনা মোকাবিলা করছি আমরা।  করোনায় সব শ্রেণীর মানুষ সংকটে রয়েছে। ফরমাল-ইনফরমাল কোনো সেক্টরের কর্মসংস্থানের পরিস্থিতি ভালো নয়। এই বাজেটে তার সমস্যার কার্যকর সমাধান নেই।’

মানুষ অর্থ সংকটে রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘কাজ ও খাদ্য দুটোই এখন ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে হবে।’ তাদের কাজ দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার