Top
সর্বশেষ

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৩৭ জন করোনায় আক্রান্ত

২৭ জানুয়ারি, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৩৭ জন করোনায় আক্রান্ত
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যার ফলে জেলায় প্রায় ৪ মাসের মধ্যে বৃহস্পতিবার জেলায় একদিনে সর্বোচ্চ ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৯১ জন, কালিহাতীতে ২১ জন, ঘাটাইলে ১২ জন, নাগরপুরে ৬ জন, দেলদুয়ারে ৩ জন, মির্জাপুরে ১, বাসাইলে ১ জন, গোপালপুরে ১ জন ও ধনবাড়ীতে ১ জন রয়েছেন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন করোনা রোগী মারা যায়নি। গত বুধবার (২৬ জানুয়ারি) ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলো। যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৪৪.৬২ শতাংশ রোগী করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ নমুনার অনুপাতে প্রায় প্রতি ৩ জনের মধ্যে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ একদিনে এতো বেশি করোনা রোগী আক্রান্ত হয়েছিল। অপরদিকে গত বছরের আগস্ট মাসেও একদিনে এতো বেশি রোগী আক্রান্ত হয়েছিল।

চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে প্রতিদিনই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বছর ২৭ জানুয়ারি পর্যন্ত ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬০ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৭২৫ জন।

শেয়ার