Top
সর্বশেষ

কেশবপুরে শিশু অধিকারের উপর প্রশিক্ষণ

২৮ জানুয়ারি, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
কেশবপুরে শিশু অধিকারের উপর প্রশিক্ষণ
কেশবপুর প্রতিনিধি :

কেশবপুরে শুক্রবার বিকেলে শিশু অধিকার, নেতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পুন্ন হয়েছে।

শহরের পরিত্রাণের প্রশিক্ষণ কক্ষে সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ প্রদান করেন, পরিত্রাণ ওয়াই মুভস্ধসঢ়; প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস ও স্বেচ্ছাসেবক মিনা দাস। প্রশিক্ষণে বক্তৃতা করেন, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) ২০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদেরকে শিশু অধিকার, নেতৃত্ব, অ্যাডভোকেসি, প্রজনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং উপাদানসহ সুরক্ষামূলক আচরণ সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শেয়ার