Top
সর্বশেষ

দুই ঘণ্টায় লেনদেন ৬২৮ কোটি টাকার

২৯ ডিসেম্বর, ২০২০ ১২:১০ অপরাহ্ণ
দুই ঘণ্টায় লেনদেন ৬২৮ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৫পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬২৮ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকা।

শেয়ার