Top

এবার ভারতে মিললো নতুন প্রজাতির করোনা

২৯ ডিসেম্বর, ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ
এবার ভারতে মিললো নতুন প্রজাতির করোনা
আন্তর্জাতিক ডেস্ক :

নতুন প্রজাতির করোনাভাইরাসটি এবার ভারতেও মিললো। ব্রিটেনফেরত ছয় ভারতীয়ের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিন রোগীকে বেঙ্গালুরুর নিমহান্স, দুজনকে হায়দারাবাদের সিসিএমবি এবং এক জনকে পুনের এনআইভিতে রাখা হয়েছে। প্রত্যেক রোগীকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে যেসব স্বজনরা এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। ইতোমধ্যে ১৪টি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার