প্রথম দফায় সুকুক বন্ড ইজারার মাধ্যমে সরকার চার হাজার কোটি টাকার বিনিয়োগ তুলেছে। এ অর্থ সারা দেশে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালিত একটি প্রকল্পে ব্যয় করা হবে।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৮ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে দুই দফায় সুকুক থেকে আট হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। দ্বিতীয় দফার নিলাম হবে ২০২১ সালের ২৮ জুন।
সোমবার (২৮ ডিসেম্বর) সুকুকের প্রথম দফা নিলামের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই নিলামে অংশ নেয়।