Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

৩১ জানুয়ারি, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জনের; মৃত্যু হয়েছে ৩১ জনের।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে তিন লাখ ১৬ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় এক লাখ ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (১৭ জানুয়ারি- ২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৪২৫ জন। এতে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৭৯। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৭৭ দশমিক ২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার