Top
সর্বশেষ

জাবিতে মাদকসহ তিন বহিরাগত 

০২ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
জাবিতে মাদকসহ তিন বহিরাগত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকসহ তিনজন বহিরাগতকে  আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা রাসেল স্বাধীন।

রাসেল জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে আমাদেরকে জানালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা শাখায় নিয়ে আসি।”

বহিরাগত তিন ব্যক্তিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশে দেখে সন্দেহ হওয়ায় ঐ হলের   শিক্ষার্থী  কয়েকজন গিয়ে তাদের আটক করে।

তাদের দেখে সন্দেহ হলে শিক্ষার্থী কয়েকজন তাদের আটক করে হলের গেস্ট রুমে নিয়ে আসেন। পরে বিষয়টি  হলের প্রাধ্যক্ষকে জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। পরে নিরাপত্তা শাখা থেকে লোক এসে তাদের নিয়ে যায়।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন  বলেন, “আমরা তিন জন বহিরাগতকে আটক করেছি। এদের মধ্যে মনসুর খানের (৮৭) বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর (৬০) বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবং আব্দুল আলীমের (৪৮) বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে। বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন। ইতিমধ্যে তাদের সবাইকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, তিনজনের কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে জানা গেছে।

শেয়ার