বেশ তড়িঘড়ি করে এবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ কারণেই এবারের বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণেই ডিআরএস রাখতে পারেনি বিসিবি। এনিয়ে সমালোচনা হয় ঢের। টুর্নামেন্টটির মাঝপথ এসে স্বস্তির খবর দিয়েছে বোর্ড। সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস।
আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছিলেন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের শেষের অংশে বিপিএলের যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কিনা।’
সঙ্গে আরও যোগ করেন নিজামউদ্দিন, ‘প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে এটলিস্ট আমাদের শেষ সল্টের যে ম্যাচগুলো হবে ঢাকাতে, পরিকল্পনা আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করার জন্য। ফুল ডিআরএসটা।’
বিপিএল শুরু হয় ঢাকা পর্ব দিয়ে। যেখানে ৮ ম্যাচে কোনো ডিআরএস ছিল না। এরপর চট্টগ্রাম পর্বে স্লো-মোশন ক্যামেরার মাধ্যমে ‘এ ডিআরএস’ প্রক্রিয়ায় খেলা পরিচালনা করে বিসিবি। এনিয়ে আরো বেশি সমালোচিত হতে হয় বোর্ডকে। এবার ঢাকা পর্বে ৪ ম্যাচ শেষে সিলেট পর্বে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা ফিরলে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস পাওয়া যাবে। আসন্ন আফগানিস্তান সিরিজেও পূর্ণ ডিআরএস থাকবে বলে জানান প্রধান নির্বাহী।
এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে বিপিএলে দর্শক প্রবেশের অনুমিত নেই। আফগান সিরিজে দর্শক ফেরার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সিকে তাকিয়ে বিসিবি।
নিজামউদ্দিন বলেন, ‘আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো সেভাবেই সিরিজটা আয়োজন করতে হবে।’