Top

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মোহাম্মদ

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। তবে ঘরে ফিরলেও কোনো দর্শনার্থী তার সঙ্গে দেখা করতে পারবেন না।

৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। আগে থেকেই হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছিলেন মাহাথির। ২০০৬ সালে হার্ট অ্যাটাক করেন তিনি। তবে এবার তাকে বাইপাস সার্জারি করাতে হয়েছে।

দুই দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তিনি মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন।

শেয়ার