Top
সর্বশেষ

শিক্ষার্থীরা চাইলে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়বে : জবি উপাচার্য

৩০ ডিসেম্বর, ২০২০ ২:৫২ অপরাহ্ণ
শিক্ষার্থীরা চাইলে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়বে : জবি উপাচার্য
জবি প্রতিনিধি :

শিক্ষার্থীরা চাইলে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে বিলম্ব ফি পরিশোধ করেছেন। এখনো যদি কেউ পরিশোধ না করে থাকেন, তাহলে তাদের জন্য ব্যবস্থা করে দেয়া হবে। বুধবার বিলম্ব ফি বিষয়ে জানতে চাইলে একথা বলেন তিনি।

জানা যায়, কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ই অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী বিলম্ব ফি মওকুফের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, আগামীকাল বিলম্ব ফি পরিশোধের সময় শেষ হবে। তবে এখনো যেহেতু অনেকেই সেমিস্টার ফি বা মাসিক ফি পরিশোধ করতে পারেন নি তাদের জন্য সময় বাড়ানো প্রয়োজন। যদিও এখনো বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয় নি।

জানা যায়, এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী সেমিস্টারের ভর্তি ফি জমা দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে সময় অতিক্রান্তের পর দিন থেকে পরবর্তী ত্রিশদিন ১০০ টাকা হারে প্রতিদিন জরিমানা হিসেবে যুক্ত হয়।

জরিমানার পরিমাণ বেশি হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা বিভাগীয় চেয়ারম্যানদের বিগত সময়ে মওকুফ করে দেয়ার সুযোগ থাকলেও বর্তমানে মোবাইল ব্যাংকিং মাধ্যমে ফি জমা নেয়া শুরু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সেই সুযোগটি থাকছে না।

শেয়ার