Top

ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, ৩ বাস আটক

০৭ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, ৩ বাস আটক
নিজস্ব প্রতিবেদক :

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে বাস তিনটি আটক করেন শিক্ষার্থীরা। আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কোম্পানী থেকে হাফ ভাড়া নেওয়া নিষেধ আছে বলে জানায় তারা। এক পর্যায়ে বাসের হেলপার ও ড্রাইভার তাকে বাসে থাকা লোহার রড দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে মারতে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয় পুলিশ বক্স থাকা কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার