বছরের শেষ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের ৫০টি কোম্পানির ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ২৯১টি শেয়ার ১৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০৯ কোটি ৭২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭০ লাখ টাকার আইএফআইসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া এবি ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩৪ লাখ ৯৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকার, বিডিকম অনলাইনের ১০ লাখ ৭৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৩ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪৯ লাখ ১৯ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৯৩ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯২ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ৭৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৬০ হাজার টাকার, ডিবিএইচের ৩০ লাখ ৬৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৯ লাখ ২৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৯ লাখ ৫৩ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ৩ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকার, জেনেক্সের ২৪ লাখ ২ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ লাখ টাকার, গ্রামীণফোনের ৩৯ লাখ ৪২ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭৬ লাখ টাকার, আইসিবির ১৯ লাখ ১১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২০ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৯ কোটি ৬৬ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৮৭ লাখ ৫ হাজার টাকার, ম্যারিকোর ৬৯ লাখ ৮৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৮ লাখ ২০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১৫ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৮৭ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৯২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ৭০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৫ লাখ টাকার, রবির ৫ কোটি ৪২ লাখ ১ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৮৬ হাজার টাকার, সাযহাম কটনের ১২ লাখ ৭১ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ২৭ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩১ লাখ ৮৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২২ লাখ ১২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ৫৩ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ লাখ ১৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫ লাখ ৭ হাজার টাকার, ইউনিক হোটেলের ৪২ লাখ ৪৮ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।