শুরু থেকেই দারুণভাবে এগুচ্ছিল আইপিএল মেগা নিলামের কার্যক্রম। মার্কি সেটের দশ ক্রিকেটারের পর ব্যাটারদের সেটও সম্পন্ন হয় কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু অলরাউন্ডার সেট আসতেই দেখা দেয় এক বিপত্তি। অসুস্থ হয়ে জ্ঞান হারান নিলামকারী।
তখন চলছিল শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার নিলাম। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সেটি বাড়তে বাড়তে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে যাওয়ার পর লো সুগারজনিত কারণে জ্ঞান হারিয়ে ফেলেন নিলামকারী হিউজ এডমিডাস।
যে কারণে সেখানেই স্থগিত করে দেওয়া হয় নিলাম এবং নির্ধারিত সময়ের আগেই ডাকা মধ্যাহ্ন বিরতি। এডমিডাসকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার পর নিশ্চিত হওয়া গেছে তেমন গুরুতর সমস্যা নেই তার। তবু আজকের জন্য বিরতি দেওয়া হয়েছে ব্রিটিশ নিলামকারীকে।
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আবার শুরু হয় নিলাম। পুনরায় শুরু হওয়া নিলামে বাড়েনি হাসারাঙ্গার দাম। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শ্রেয়াস আইয়ার ও হার্শাল প্যাটেলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দশ কোটির বেশি পেলেন হাসারাঙ্গা।
তবে এটিতেই হয়ে গেছে রেকর্ড। আইপিএল ইতিহাসে শ্রীলঙ্কানদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গাই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার গুগলির জবাব খুঁজে পাওয়া বেশ কঠিন। যে কারণে এতো চড়া মূল্যে তাকে দলে ভেড়ালো ব্যাঙ্গালুরু।