Top
সর্বশেষ

ভ্যাকসিনের ন্যায্য বণ্টন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৩১ ডিসেম্বর, ২০২০ ১:১০ অপরাহ্ণ
ভ্যাকসিনের ন্যায্য বণ্টন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক :

করোনার ভ্যাকসিনের ন্যায্য বণ্টনের জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বুধবার এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তের বছর পূর্তির একদিন আগে দেয়া ভিডিওবার্তায় টেড্রোস আধানম গেবরিয়াসুস শুধু ধনী দেশ নয়, বিশ্বের সব জায়গায় ঝুঁকিতে থাকা লোকজনের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুন: সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিল চীন

ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনা মহামারীর লাগাম টানতে টিকা বড় ধরনের আশা জাগাচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করোনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে চার বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন জানান টেড্রোস আধানম। তিনি বলেন, নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধনী-গরিব দেশ নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা কোভ্যাক্স উদ্যোগের লক্ষ্য।

কোভ্যাক্স একটি যৌথ আন্তর্জাতিক উদ্যোগ। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার