Top
সর্বশেষ

ইবির মফিজ লেক এখন কচুরিপানায় পূর্ণ নর্দমা

১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
ইবির মফিজ লেক এখন কচুরিপানায় পূর্ণ নর্দমা
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম মফিজ লেক। নজরকাড়া সৌন্দর্যের জন্য লেকটি ‘ইবির হাতিরঝিল’ নামে পরিচিতি পেয়েছে। একটা সময় লেকের টলটলে স্বচ্ছ পানিতে দেখা যেত ফুটে থাকা নানা রঙ-বেরঙের পদ্ম। বিকেল হলেই সমারোহ হতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। শিক্ষার্থীরা বন্ধু-বান্ধব নিয়ে গল্প-আড্ডার আসর জমাতো। কিন্তু বর্তমানে সেই দৃশ্য আর নেই।

লেকের রাস্তার দুই ধারে শুভ্রতা ছড়ানো বাহারি সব ফুল আর স্বচ্ছ পানিতে ফুটে থাকা পদ্মের ফাঁকে ফাঁকে মাছের জলকেলি খেলার দৃশ্য আর চোখে পড়ে না। প্রায় দুই বছর ধরে কচুরিপানায় পূর্ণ থাকায় জৌলুস হারিয়েছে লেকটি। কর্তৃপক্ষের উদাসীনতায় লেকটির এই দুর্দশা বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম সীমান্ত ঘেষে অবস্থিত মফিজ লেকটি এখন কচুরিপানায় পূর্ণ। নিজস্ব স্বকীয়তা হারিয়ে লেকটি পরিণত হয়েছে কচুরিপানা পূর্ণ নর্দমায়। লেকের মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। লেকের একমাত্র কাঠের সেতুটি জরাজীর্ণ। স্টিলের সেতুটিরও রং উঠে মরিচা ধরেছে। সৌন্দর্যহীন এই মফিজ লেকে এখন দর্শনার্থী ও শিক্ষার্থীদের বিচরণ কমেছে। ফলে বহিরাগতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনৈতিক কার্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এছাড়াও লেকটিতে বেড়েছে বহিরাগতদের দৌরাত্ম্য। এখন লেক এলাকায় বহিরাগতরা নিয়মিত মাদক সেবন করছে বলে অভিযোগ উঠেছে। এ দিকে লেকটির দক্ষিণ পাশে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। ক্যাম্পাসের অভ্যন্তরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা কুড়িয়ে ফেলা হচ্ছে সেখানে। যা লেকটির সৌন্দর্য নষ্ট করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। লেকের এই করুণ দশা দূর করে দ্রুত লেকটি সংস্কারের দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী খালিদ হোসেন বলেন, ‘ক্যাম্পাসের প্রাচীর ঘিরে অবস্থিত লেকটির নয়নাভিরাম প্রকৃতির মাঝে বসেই প্রশান্তির নিঃশ্বাস ফেলা যায় নির্বিঘ্নে। প্রকৃতির অপরূপ স্নিগ্ধ মায়ায় নিজেকে জড়িয়ে রাখা যায়। কিন্তু বর্তমানে লেকের ঝলমলে ছায়া সুনিবিড় পরিবেশ আর নেই। লেকের অবস্থা এখন শোচনীয়। দুই বছর ধরে লেকটি কচুরিপানায় পূর্ণ থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় কর্তৃপক্ষকে দ্রুত লেকটি সংস্কারে পদক্ষেপ নেয়া উচিত।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দিন মো. তারেক বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া চলছে। দুয়েকদিনের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন হবে। আশা করছি এই মাসেই প্রশাসনিক ভাবে ফর্মালিটি মেইনটেন করে সংস্কার কাজ শুরু হবে।’

শেয়ার