করোনা ভাইরাস মহামারির কারণে ৩৮ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কম হলেও ২০২০ সালে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ডিএসইর ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২০ সালে ডিএসইর মোট লেনদেনের পরিমান দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা৷ ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা।
যা গতবছরের চেয়ে ২১,১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮.৫৯ শতাংশ বেশী৷ যার গড় লেনদেন ছিল ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকা৷
অপরদিকে ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১১৩,৮২১ কোটি ৮৮ লাখ টাকা এবং গড়ে লেনদেনের পরিমান ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷