Top
সর্বশেষ

ডিএসইর মোবাইলে লেনদেন বেড়েছে বিদায়ী বছরে

৩১ ডিসেম্বর, ২০২০ ৩:৫৮ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসের মধ্যে বেড়েছে মোবাইল ইন্টারনেটের ব্যবহার। বাসায় বসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বেশির ভাগ কাজই করেছে জনগণ। তারই ধারাবাহিকতায় মোবাইলের মাধ্যমে বেড়েছে ডিএসইর লেনদেনও।পুঁজিবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেএে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে কোভিড–১৯ পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোবাইলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে৷ যা ২০২০ সালে ৪৯ হাজার ১৫১ জনে উন্নীত হয়৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২০ সালে মোবাইলের মাধ্যমে মোট ৬৩ লাখ ১৪ হাজার ৬৯টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৯ লাখ ৩৫ হাজার ২৪৭টি আদেশ কার্যকর হয়৷ ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা বিনিয়োগকারীর দোরগোড়ায় পৌঁছাতে সর্বদা সচেষ্ট৷

শেয়ার