Top
সর্বশেষ

ডিএসইতে বিদেশি বিনিয়োগ বেড়েছে বিদায়ী বছরে

৩১ ডিসেম্বর, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ
ডিএসইতে বিদেশি বিনিয়োগ বেড়েছে বিদায়ী বছরে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সালে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৭.৬৯ শতাংশ৷ যা বিদেশিদের বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭,৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ৷

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ২০৮ দিন লেনদেন হয়। এ সময় ডিএসইতে মোট লেনদেনের হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা।

শেয়ার