Top
সর্বশেষ

সিটি ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২৩ জুন, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ
সিটি ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খা‌তে তালিকাভুক্ত সিটি ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ক‌রে‌ছে। ২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

এর আ‌গে সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকের সম‌ন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।

অন্যদিকে এককভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ১ টাকা ৯৯ পয়সা।

আলোচিত বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হ‌য়ে‌ছে ১৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

অন্যদিকে গত বছর এককভাবে ব্যাংকটির ক্যাশ ফ্লো হ‌য়ে‌ছে ১৪ টাকা ১৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৬ পয়সা।

২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএ‌ভি) ছিল ২৪ টাকা ১৪ পয়সা।

শেয়ার