Top
সর্বশেষ

২০০ শতাংশের বেশি বিডিং করা যোগ্য বিনিয়োগকারীরা তিন আইপিওতে নিষিদ্ধ

৩১ ডিসেম্বর, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
২০০ শতাংশের বেশি বিডিং করা যোগ্য বিনিয়োগকারীরা তিন আইপিওতে নিষিদ্ধ

বিডিংয়ের ক্ষেত্রে যে সকল ইলিজিবল ইনভেস্টর বা যোগ্য বিনিয়োগকারী কাট-অব প্রাইস এর ২০০ শতাংশ এর অধিক মূল্যে বিডিং করেছে তাদেরকে পরবর্তী ০৩ (তিন) টি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ অংশ গ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কমিশনের ৭৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিডিং করা কোম্পানি গুলো হলোঃ ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসাইন লিমিটেড, লুব-ব্রেপ (বাংলাদেশ) এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর

এছাড়াও উপরোক্ত বিডিং এ যে সকল যোগ্য বিনিয়োগকারী কাট-অব প্রাইস এর ১৫০ শতাংশ হতে ২০০ শতাংশ অধিক মূল্যে বিডিং করেছে। তাদেরকে পরবর্তী ০২ (দুই) টি এবং যে সকল যোগ্য বিনিয়োগকারী কাট-অব প্রাইস এর ১০০ শতাংশ হতে ১৫০শতাংশ অধিক মূল্যে বিডিং করেছে তাদেরকে পরবর্তী ০১ (এক) টি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ অংশ গ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শেয়ার